BY- Aajtak Bangla

মুখে লাগান কাঁঠালের কোয়া, বুড়ো বয়সেও সবকিছু টানটান থাকবে 

8 Augut 2024

কাঁঠাল অনেকেরই খুব প্রিয়। কাঁঠাল খেতে অনেকেই ভালবাসেন।

বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল খুবই উপকারী। কাঁঠাল খেলে শরীরে নানা উপকার পাওয়া যায়।

কাঁঠাল আমাদের ত্বকের জন্যও ভাল। কাঁঠাল মুখে লাগালে জেল্লা বাড়ে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়া কুঁচকে যায়। কিংবা ত্বক জেল্লা হারায়। 

বিশেষজ্ঞদের মতে, কাঁঠালের কোয়া আমাদের ত্বকের জন্য খুবই ভাল। . .

নিয়মিত মুখে কাঁঠালের কোয়া লাগালে ত্বক চকচক করবে। কীভাবে ব্যবহার করতে হবে, জেনে নিন... . .

কাঁঠালের কোয়া বার করে পেস্ট করে নিতে হবে প্রথমে।    . .

তারপরে কাঁঠালের পেস্ট মুখে লাগান। এতে স্কিন হাইড্রেট হবে।

 শুধু তাই নয়, ত্বক থেকে ট্যান উঠে যাবে কাঁঠালের কোয়া লাগালে।