4 JULY, 2024
BY- Aajtak Bangla
সামনেই রথযাত্রা। জগন্নাথদেবের আশীর্বাদ সবাই পেতে চান। জগন্নাথদেব মুখ তুলে তাকালে মেলে সাফল্য। জীবন সুখের হয়।
একটি মাত্র মন্ত্র জপ করলেই খুশি হন জগন্নাথদেব। সেই মন্ত্রটি হল নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে। বলভদ্র সুভদ্রাভ্যাম্ জগন্নাথায় তে নমঃ।।
ছেলে-মেয়ে, বর্ণ, রাশি নির্বিশেষে সবাই এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে জীবনে সাফল্য আসবেই।
রাশি অনুযায়ীও রয়েছে মন্ত্র। কোন রাশির কোন মন্ত্র জপ করা দরকার, দেখে নিন।
মেষ- ও পধায় শ্রীজগন্নাথায় নমঃ, বৃষ- ওম শিখিনে শ্রীজগন্নথায় নমঃ, মিথুন- ওম দেবাদিদেব শ্রীজগন্নাথায় নমঃ,কর্কট- ওম অনন্তায় শ্রীজগন্নথায় নমঃ।
সিংহ- ওম বিশ্বরূপেণ শ্রীজগন্নথায় নমঃ, কন্যা- ওম বিষ্ণবে শ্রীজগন্নথায় নমঃ, তুলা- ওম নারায়ণ শ্রীজগন্নথায় নমঃ।
বৃশ্চিক- ওম চতুমূর্তি শ্রীজগন্নথায় নমঃ, ধনু- ওম রত্ননাভঃ শ্রীজগন্নথায় নমঃ, মকর- ওম যোগী শ্রীজগন্নথায় নমঃ।
মীন- ওম শ্রীপতি শ্রীজগন্নথায় নমঃ, কুম্ভ- ওম বিশ্বমূর্তয়ে শ্রীজগন্নথায় নমঃ।