BY- Aajtak Bangla
22 AUG, 2024
আমরা অনেক জিনিসের সঙ্গেই গুড় খেয়ে থাকি।
যারা ঝাল সহ্য করতে পারেনা তারা আবার অনেকসময় চিনি না খেয়ে গুড় খায়।
আসলে চিনির বদলে গুড় খেলে তা স্বাস্থ্যের অনেক কাজে লাগে।
গুড়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান।
জানেন কি রাতে ঘুমানোর আগে গুড় খেলে পাওয়া যায় অনেক উপকারিতা, না জানলে জানুন।
গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
রক্তাল্পতায় ভুগলে নিয়মিত গুড় খেতে পারেন, সমস্যা থেকে মুক্তি পাবেন।
রাতে যদি ঘুম না হয় ভালো তাহলে গরম দুধের সঙ্গে গুড় মিশিয়ে খান।
এছাড়াও হজমশক্তি ঠিক রাখতে, ত্বক ভালো রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গুড় খেতে পারেন।