19 MAY, 2025

BY- Aajtak Bangla

জয় মঙ্গলবার করলে এসব লাভ হয়, জেনে নিন এই ব্রতর মাহাত্ম্য

জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে, প্রতিটিই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়।

সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে।

শহরে এই ব্রত পালনের ধূম খুব একটা চোখে না পড়লেও গ্রাম-গঞ্জে যথেষ্ট ধূম-ধামের সঙ্গেই এই ব্রতটি ফি-বছর পালন করা হয়ে থাকে। পারিবারিক রীতি মেনে অনেকে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই এই ব্রত পালন করে থাকেন।

তবে অনেকে আবার শুধু মাত্র প্রথম ও শেষ মঙ্গলবারও পালন করে থাকেন এই ব্রত।

দেবী মঙ্গলচণ্ডীর আরাধনা করতে গেলে কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, যব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়, পরে কলার মধ্যে সেই ধান যব পুরে গিলে খেতে হয়।

এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে দেবীকে। তারপর পাঁচ ফল দান করতে হয়।

ব্রতকথায় বর্ণিত আছে, এই ব্রত পালন করলে সকল বিঘ্ন নাশ হয়।

সকল বাধা-বিপত্তি কেটে গিয়ে সুদিন আসে। তাই এই ব্রত আজও পালিত হয়ে আসছে। 

 মঙ্গলচণ্ডীর ব্রত পালন যাঁরা করেন, তাঁদের কোনও সঙ্কট দমাতে পারে না, দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়।