31 May, 2025

BY- Aajtak Bangla

জামাইষষ্ঠীতে গিয়ে কতদিন থাকলে শ্বশুরবাড়িরর সঙ্গে  সম্পর্ক ঠিক থাকে?

জামাই ঠিক কতদিন শ্বশুরবাড়িতে থাকবেন? বেশি থাকলে কি সমস্যা হতে পারে? বিশেষজ্ঞদের মত ও বাস্তব অভিজ্ঞতা থেকে আসুন জেনে নিই

২–৩ দিনের বেশি না থাকাই উত্তম: অতিরিক্ত সময় থাকলে অতিথি নয়, দায় মনে হতে পারে — ভারসাম্য বজায় রাখুন।

চুপচাপ না থেকে হালকা কাজে হাত লাগান: আত্মীয়দের পাশে থাকার অনুভব দিতে ছোটখাটো কাজে সাহায্য করুন।

সকালে উঠে সৌজন্যমূলক কথা বলুন: নম্র ও হাস্যোজ্জ্বল আচরণ সম্পর্ককে আরও মজবুত করে।

ঘন ঘন মোবাইল চালানো থেকে বিরত থাকুন: পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, মোবাইলে ডুবে থাকবেন না।

শ্বশুর বা শাশুড়ির সঙ্গে বসে গল্প করুন: পারিবারিক বন্ধন গড়ার অন্যতম কৌশল এটি।

পাড়া-প্রতিবেশীর সামনে আচরণে সতর্ক থাকুন: সামাজিক সম্মান বজায় রাখার দায়িত্ব জামাইয়েরও আছে।

মুখে খারাপ মন্তব্য করবেন না: তুলনা, সমালোচনা ইত্যাদি দূরত্ব তৈরি করে।

প্রয়োজনে নিজের থাকার সময় আগেই জানিয়ে দিন: এতে শ্বশুরবাড়িরাও মানসিকভাবে প্রস্তুত থাকবেন।

পছন্দের খাবার না পেলে বিরক্ত হবেন না: কৃতজ্ঞ থাকুন — যত্নটাই মুখ্য।

শেষ দিন উপহার বা সৌজন্যতাবোধ দেখান: ছোট্ট কিছু উপহার বা ধন্যবাদ সম্পর্ককে আরও গভীর করে।