BY- Aajtak Bangla

ডাইনোসরের রক্ত চুষেছে, ৪৫ কোটি বছর ধরে বেঁচে রয়েছে এই মাছ  

27 SEPTEMBER, 2023

উত্তর প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই মাছ। এর নাম প্যাসিফিক ল্যাম্প্রে। 

এই মাছ একটি অতি প্রাচীন জীব। অগ্নাথা থেকে এই মাছ এসেছে। এই মাছের প্রজাতি ৪৫ কোটি বছর ধরে বেঁচে আছে। 

বলা হয় এই মাছ ডাইনোসরাসের রক্ত চুষে খেয়েছে। এর বৈজ্ঞানিক নাম Entosphenus Tridentatus. 

এই মাছ মূলত ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কা এবং বেরিং সাগরে পাওয়া যায়।  

এই মাছ প্রশান্ত মহাসাগরের স্যালমন, ফ্ল্যাটফিশ, রকফিশ এবং হেক ফিশের রক্ত খায়। 

বর্তমানে এই মাছের ৪০টি প্রজাতি পাওয়া গিয়েছে। এই প্রাণী অনেকটা ইল মাছের মতো দেখতে। কিন্তু এই মাছের চোয়াল হয় না।  

প্যাসিফিক ল্যাম্প্রের শরীরে সাধারণত কোন হাড় থাকে না। 

এই মাছের মুখের চারিদিকে ছোট ছোট দাঁত আছে। এই দাঁতের সাহায্যে এরা নিজেদের শিকার ধরে। 

Next: খালি পেটে শরীরচর্চার অভ্যাস কি স্বাস্থ্যকর? জানুন