26 April, 2024

BY- Aajtak Bangla

জয়া কিশোরীর এই ৭ কথা আপনার জীবনে আনবে আমূল পরিবর্তন

জয়া কিশোরী মানুষের জীবনের সুখ ও শান্তির ব্যপারে কিছু কথা বলেছেন। যাতে মানুষের জীবন সর্বদা আনন্দময় থাকে। 

এছাড়াও তিনি জীবনে কী করে উন্নতি করা যায় সে কথাও বলেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই মুল্যবান কথাগুলি।

তিনি বলেছেন সবসময় সত্যি কথা বলা উচিত। জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন মিথ্যের আশ্রয় নেওয়া উচিত নয়। 

জয়া কিশোরী মনে করেন যে মিথ্যা কথা বলা পাপ। যারা মিথ্যে কথা বলেন তাঁরা জীবনে কখনও সুখী হতে পারেন না। 

তিনি বলেছেন যে আমাদের সব সময় অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। 

জয়া কিশোরী বলেছেন আমাদের প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে, তাহলে ভগবানের আশীর্বাদ আমাদের কাছে সদা বিরাজমান থাকবে। 

তিনি মনে করেন যে একটা মানুষের জীবনে আনন্দ তখনই আসবে যখন তাঁর শরীর এবং মন ভাল থাকবে। 

তাঁর কথা অনুযায়ী একজন ব্যাক্তির মন এবং শরীরে পবিত্রতা থাকলেই মা লক্ষ্মী তাঁর উপর কৃপা করবেন। আর তাতে তাঁর আর্থিক উন্নতি ঘটাবে।