March 27, 2024
BY- Aajtak Bangla
জয়া কিশোরী গল্পকারের পাশাপাশি মোটিভেশনাল স্পিকার। তার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
জয়া কিশোরী ভগবান শ্রী কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। তিনি নিয়মিত ঈশ্বরের নাম জপ করেন এবং পাঠ করেন।
জয়া কিশোরী তার গল্প থেকে অনুপ্রেরণামূলক উদ্ধৃতি দিয়ে থাকেন।
জয়া কিশোরীর অনুপ্রেরণামূলক উক্তি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। এই উদ্ধৃতিগুলির মধ্যে প্রেমের প্রকৃত অর্থ সম্পর্কেও বলেছেন জয়া।
প্রেমে মানুষের কী কী বিষয় সবসময় মাথায় রাখা উচিত তা জানিয়েছেন জয়া কিশোরী।
জয়া কিশোরী বলেন, ভালোবাসা নিঃস্বার্থ। সেই ভালোবাসাই সত্য। কাউকে জোর করে পেতে চাওয়া প্রেম নয়, ভালবাসায় জোর জবরদস্তির দরকার নেই।
ভালোবাসার কোন কারণ থাকা উচিত নয়। প্রেমে কোন কারণ থাকলে তা দ্রুত শেষ হয়ে যায়।
জয়া কিশোরী বলেন, ভালোবাসা কোনো আবেগ বা অনুভূতি নয়। এটি একটা অবস্থা। যেখানে হৃদয় কারো প্রতি সহানুভূতি ও মমতায় ভরে যায়।
জয়া কিশোরী বলেন, ভালোবাসা মানে কখনো কাউকে পাওয়া নয়। বরং দিতে হবে।