BY- Aajtak Bangla

সব কাজেই সাফল্য বাঁধাধরা, মেনে চলুন জয়া কিশোরীর ৭ কথা

26th January, 2025

মোটিভেশনল স্পিকার হিসাবে সোশ্যাল মিডিয়ায় জয়া কিশোরী খুবই জনপ্রিয়।

জয়া কিশোরী জীবনের প্রতিটি বিষয় নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন।

জয়া কিশোরীর সেইসব কথায় লুকিয়ে সাফল্যের মন্ত্র। আসুন সেগুলো শিখে নিই। 

জয়া কিশোরীর মতে, কখনও সেই ব্যক্তির সঙ্গ ছাড়বেন না যিনি আপনার খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছিলেন।

সফলতা পাওয়া কোনও বড় কথা নয়, বরং সফলতাকে সামলে রাখাই বড় বিষয়।

জীবনকে আরও ভাল করতে নিজের সিদ্ধান্তকে মান্যতা দিন।

জয়া কিশোরী বলছেন, কেউ আঘাত করলে আপনি চুপ থাকুন। এটাই তাঁকে পাল্টা জবাব দেওয়া হবে।

নিজের জীবনকে শোধরানোর জন্য অনেক সুযোগ আসবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

জয়া কিশোরীর মতে, প্রতিটি পদস্খলনই শেখায় যে এবার সামলে যাওয়া উচিত।

জয়া কিশোরী বলেন, হোঁচট খাওয়া আপনাকে থামতে শেখায় না বরং সাবধানে চলতে শেখায়।