23 JULY, 2024
BY- Aajtak Bangla
মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরী তার কথা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেন।
তিনি সর্বদা জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলেন।
সন্তানদের ভালো অভিভাবক হওয়ার জন্য তিনি অনেক টিপসও দিয়েছেন। সন্তানদের ভালো পেরেন্টিং তাদের ভবিষ্যকে সফল ও সক্ষম করে তোলে।
সন্তান লালন-পালনের সময় প্রত্যেক বাবা-মায়েরই অনেক বিষয় মাথায় রাখা উচিত।
জয়া কিশোরীর বলা এসব কথা সন্তান মানুষের ক্ষেত্রে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে।
পিতামাতার উচিত তাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া। তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দিন। কেরিয়ারের ব্যাপারে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দিন।
বাড়িতে শিশুদের সামনে অভদ্র আচরণ করবেন না। এটা করা অন্যায়। শিশুরা বড়দের কাছ থেকে সবকিছু শেখে। পারিবারিক পরিবেশ ভালো রাখুন।
বাচ্চাদের কথাকে সম্মান করুন। অনেক সময় বাবা-মা তাদের সন্তানদের কথা শোনেন না। এমতাবস্থায় তাদের কথার কোনো মূল্য নেই বলে মনে করেন বাচ্চারা।
শিশুদের সামনে কখনোই মিথ্যা বলা উচিত নয়। বাড়িতে শিশুদের সামনে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। অন্যথায় শিশু মিথ্যা বলতে শিখবে এবং সফল হতে পারবে না।