28 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

মা-বাবা এই ৩ কাজ করলে সন্তান অমানুষ তৈরি হবে: জয়া কিশোরী

বিখ্যাত গল্পকার ও মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরী তাঁর কথা দিয়ে বহু মানুষকে অনুপ্রাণিত করে থাকেন।

তাঁর বয়ান দ্বারা বহু মানুষ প্রভাবিত হন।

তিনি জীবনের সঙ্গে  সম্পর্কিত বিষয় সম্পর্কে সবাইকে বলেন। অভিভাবকদের কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

প্রতিটি অভিভাবকের এই টিপস অনুসরণ করা উচিত।

 জয়া কিশোরী বলেছেন ৩টি জিনিস যা সন্তানের সামনে করা উচিত নয়।

আসুন জেনে নেওয়া যাক এই ৩টি বিষয় সম্পর্কে যা প্রত্যেক বাবা-মার জানা উচিত। এতে শিশুদের ভাল লালন-পালন হবে।

সন্তানকে কখনই শব্দের অপব্যবহার করতে বলা উচিত নয়। অনেক বাবা-মা তাদের ছোট সন্তানের আধো-আধো গলায় গালাগালি শুনতে পছন্দ করেন, কিন্তু এর থেকে শিশু খারাপ কথা শেখে।

মা-বাবা যেন সন্তানের সামনে কাউকে গালি না দেন। শিশুরা এর থেকে শব্দের অপব্যবহার শেখে। এতে তাদের ওপর খারাপ প্রভাব পড়ে।

বাচ্চাদের মিথ্যা বলবেন না। পরে যখন তারা সত্য জানতে পারবে, তখন তারা অনুভব করবে যে মিথ্যা বলা অন্যায় নয়। এমনকি পিতামাতার সন্তানদের সামনে মিথ্যা বলা উচিত নয়।