13 September 2024
BY- Aajtak Bangla
এখনকার দিনে বড় কনস্ট্রাকশনের কাজ JCB ছাড়া অচল।
এই JCB নামটা সবাই জানে। কিন্তু এর ফুল ফর্ম মালিকরাও জানেন না।
JCB-র ফুল ফর্ম হল জোসেফ সাইরিল ব্যামফোর্ড। ভাবছেন সেটা আবার কী? আসলে ইনিই কোম্পানির প্রতিষ্ঠাতা।
JCB প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে জোসেফ সাইরিল বামফোর্ডের দ্বারা।
JCB মূলত লোডার, এক্সক্যাভেটর ও ট্রাক্টর তৈরি করে।
JCB-এর যন্ত্রগুলি সাধারণত হলুদ রঙের হয়। ১৫০টিরও বেশি দেশে JCB ব্যবহৃত হয়।
বিশ্বজুড়ে JCB-এর ২২টি কারখানা রয়েছে।
পরিবেশবান্ধব ইলেকট্রিক এক্সক্যাভেটরও তৈরি করেছে JCB।
ভারতে 'JCB' নামটি এক্সক্যাভেটরের সমার্থক হয়ে উঠেছে।