24 SEP, 2024

BY- Aajtak Bangla

উপর উপর ভালোবাসলেও আসলে আপনাকে হিংসা করে, কীভাবে বুঝবেন?

মানুষের মন বোঝা বড় দায়। মুখে যারা আপনাকে ভালোবাসে বলে দাবি করে সত্যিই তারা ভালোবাসে এমনটা নয়।

অনেকক্ষেত্রে এমনও দেখা যায়, মুখে ভালোবাসলেও ভিতরে ভিতরে হিংসা করে অনেকেই।

সেই মানুষদের কীভাবে চিনবেন? আসুন জেনে নিন। কয়েকটা লক্ষ্মণ দেখে তা পরিষ্কার বোঝা যায়। 

কোনও মানুষ যদি আপনার সঙ্গে সব সময় অতি ভালো ব্যবহার করে তাহলে তার থেকে সাবধানে থাকুন। 

কাউকে পরীক্ষা করার জন্য তার চোখের দিকে তাকান। চোখ কখনও মিথ্যে কথা বলে না।

কেউ যদি কথায় কথায় আপনার ভুল ধরে ও খোঁচা দেয় তাহলে সাবধান হয়ে যান। এর অর্থ সে আপনাকে হিংসে করে। 

  কেউ যদি অযথা আপনার স্তুতি করে বা সামনে ভালো ভালো কথা বলে তাহলে সতর্ক থাকুন।

হিংসুটে লোকেরা অনুসরণ করে। যারা আপনাকে অনুসরণ করে তাদের এড়িয়ে চলুন।

কেউ যদি আপনার সাফল্যকে ছোটো করে দেখানোর চেষ্টা করে তাহলে বুঝবেন সে আপনাকে হিংসে করে।