15 Dicember, 2023

BY- Aajtak Bangla

পুরনো জিন্স একেবারে নতুন, কলকাতাতেই রয়েছে 'জিন্স গলি', কোথায়?

গলিতে ঢুকলেই দেখা যাবে জিন্সের সারি। গলির নাম নীলমাধব সেন লেন। ঝুলন্ত নীল জিন্সের জন্য মনে হতে পারে 'দ্য আউটসাইডারে'র সেট।

এই গলিকে জিন্স গলি হিসেবেই সকলে চেনেন।

এমজি রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে অবস্থিত এই গলিতে পুরোনো জিন্স রঙ করা হয়। 

রাস্তার দুধার দিয়ে নীল রঙ ভেসে যেতে দেখা যায় অহরহ।

বিভিন্ন হাট থেকে পুরানো জিনস এসে পৌঁছয় এই গলির বিভিন্ন দোকানে। তারপর কাচা, ধোয়া, রঙ, সেলাই করে তা হয়ে ওঠে নতুন। ডিটারজেন্টের গন্ধ, রঙের ঝাঁঝ আর ব্রাশ ঘষার শব্দে মুখরিত গোটা গলি মহল্লা।

প্রথমে পুরনো জিনস কাচা হয়। তারপর একটু ফ্যাকাসে প্যান্টগুলোতে পড়ে নতুন রঙের পরত। রঙে চোবানো জিনসগুলো স্তূপীকৃত করে রাখা হয়। বাড়তি রঙ ঝরে পড়ে। প্রয়োজনীয় রঙে ছোপানো জিনসগুলো এরপর শুকনো হয়।

এরপর দরকার হলে সেলাই করা হয় পুরানো জিনস। প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে চলছে এই কর্মকাণ্ড। রিসাইকেল্ড জামাকাপড়ের এই ধান্দা ওঁদের দুবেলার ডাল-রুটি, গোস্তের যোগান দেয়।

৫০ টাকা থেকে শুরু হলেও কলকাতা পুলিশ মর্গের পিছনের এই গলিতে একটু ভাল জিনসের দাম ১৫০ টাকা। হাওড়া, শিয়ালদহ আর ধর্মতলার ফুটের বাজার ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় চলে যায় সারাই হওয়া নতুন রঙের পোঁচ মাখা এই পরিধান।

প্রথমে পুরনো জিনস কাচা হয়। তারপর একটু ফ্যাকাসে প্যান্টগুলোতে পড়ে নতুন রঙের পরত। রঙে চোবানো জিনসগুলো স্তূপীকৃত করে রাখা হয়। বাড়তি রঙ ঝরে পড়ে। প্রয়োজনীয় রঙে ছোপানো জিনসগুলো এরপর শুকনো হয়।