26 Jan, 2025

BY- Aajtak Bangla

জিনস না ধুয়ে কতদিন পরা যায়? না জানলে ক্ষতি!

গবেষকদের মতে, সপ্তাহে ১ বার তো দূরের কথা, মাসে ১ বার জিন্স কাচাও ঠিক নয়। কারণ আপনার দামি ডেনিমের প্যান্টটির আয়ু তাতে কমতে থাকে।

তাঁরা দেখিয়েছেন, টানা ১৫ মাস পরার পরেও অন্য জামাকাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটিরিয়া বা অন্য জীবাণুর উৎপাত অন্য ধরনের পোশাকের তুলনায় অনেক কম।

খুব শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি টানা ১৫ মাস পরা যেতে পারে, তা হলে মোটামুটি আর্দ্র আবহাওয়ায় সেটা টানা ৮-৯ মাস পরার মধ্যে কোনও সমস্যা নেই।

জামাকাপড় বেশি নোংরা হলে গরম জলো ধুয়ে নেওয়া হয়। জিনসের ক্ষেত্রে কিন্তু এটি করা যাবে না। ডেনিম সব সময়ে ঠাণ্ডা জলে কাচুন। নয়তো অচিরেই রঙ নষ্ট হয়ে যাবে। 

ডেনিম সব সময়ে উল্টো করে কাচুন। এতে রং ভালো থাকবে। চেষ্টা করবেন হাতেই ধুয়ে নিতে। 

ওয়াশিং মেশিনে ধুলে জিনস দ্রুত খারাপ হয়ে যায়। 

রং উজ্জ্বল রাখতে কাচার সময় বালতির জলে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে নিতে পারেন।

জিনস ধুয়ে জল না নিংড়ানোই ভালো। 

জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিন। রং ভালো রাখতে উল্টো করে রোদে দিন।