BY- Aajtak Bangla
10 MARCH, 2025
ঝালমুড়ি একটি অত্যন্ত জনপিয় মুখরোচক খাবার। এই হালকা খাবারটি রাস্তাঘাট থেকে বাড়ি সর্বত্রই পাওয়া যায় সহজেই।
রাস্তার ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ। স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেও ফেরি করে বিক্রি করা হয়।
এছাড়াও স্টেশনে বা ট্রেনের মধ্যেও এই মুখরোচক খাবার পাওয়া যায়।
আজকাল আবার মুদিকানা দোকানেও পাওয়া যায় ভিন্ন রকমের ঝালমুড়ির প্যাকেট।
ঝালমুড়ি এমন একটি খাবার যা মুড়ি, চানাচুর ও অন্যান্য মশলা সংযোগে তৈরি হয়।
স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার হওয়ায় এটি সাধারণ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।
এক কাপ গরম কফি বা চা সহ ঝালমুড়ি উপভোগ করেন অনেকেই।
তবে আপনি কি জানেন ইংরাজিতে ঝালমুড়িকে কী বলা হয়?
ঝালমুড়িকে অনেকে মশলা মুড়িও বলে। এছাড়া ইংরাজিতে স্পাইসি পাফড রাইস (Spicy Puffed Rice) বলা হয়।