BY- Aajtak Bangla

এই গুঁড়ো দিলেই টেস্টি হবে ঝিঙে- আলু দিয়ে রুই মাছের ঝাল 

14 May  2024

বাঙালি বাড়িতে মাছের ঝাল প্রায় রোজদিনই হয়। বিভিন্ন মাছের ঝোল এবং ঝাল খেতে দারুণ হয়।

 গরমে হাল্কা খাবারের মধ্যে পাতে রাখতে পারেন ঝিঙে-আলু দিয়ে মাছের ঝাল।

রান্নায় এই গুঁড়ো মেশালে দারুণ স্বাদ হবে খেতে। জেনে নিন রেসিপি...

 উপকরণ: রুই মাছ, ঝিঙে, আলু, শুকনো লঙ্কা, সাদা তেল, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, জিরে। . .

প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন। ঝিঙে, আলু কেটে নিতে হবে।  . .

এবার কড়াইয়ে তেল গরম করে মাছ ভেজে তুলে রাখুন। .

এরপরে কড়াইয়ে শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়ন দিন। তারপরে আলু দিয়ে ভাজুন। এতে ঝিঙে দিয়ে নুন-হলুদ ভাল করে মিশিয়ে কষাতে হবে।

২ মিনিট পরে মাছ, কাঁচালঙ্কা দিয়ে ভাল করে নেড়ে ঢেকে রাখুন।

৫ মিনিট পর ঢাকনা খুলে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে-আলু দিয়ে মাছের ঝাল।