BY- Aajtak Bangla

সিভি-তে এসব রাখলে চাকরি একেবারে পাকা! সেরা JOB TIPS

26 SEPTEMBER,  2024

চাকরিতে আপনাকে প্রথম যা দেখে বেছে নেওয়া হয়, তা হল আপনার সিভি বা রেজউমে। 

জানুন কীভাবে সঠিক রেজিউমে বানালে, আপনাকে পছন্দ করেবেন ইন্টারভিউয়ার। 

রেজিউমে যে কোনও একটা ভাষাতেই লিখুন। একাধিক ভাষা মিশিয়ে লিখবেনন না কখনও।

ছিমছাম ডিজাইন, সুন্দর ফন্ট যোগ করে রেজিউমে বানান। খেয়াল রাখবেন ফন্ট যেন শুরু থেকে শেষ অবধি একই থাকে।

নিজের মোবাইল নম্বর, একটি বিকল্প নম্বর ও মেইল আইডি অবশ্যই উল্লেখ করবেন। 

রেজিউমে দু'পাতার বেশি বড় যেন না হয়। অযথা কথা লেখা কোনও প্রয়োজন নেই।

আপনি যে পদের জন্য আবেদনই করছেন সেই সংক্রান্ত কাজ ‘হবি’তে যোগ করুন। 

বায়ো লেখার সময়ে সৎ থাকুন। আপনি মিনিটে ১০টি শব্দ টাইপ করতে জানলে সেটিই লিখুন, ৩০ শব্দ লিখবেন না। 

গুগলে সার্চ করে অনেক সাইট পেতে পারেন যেখানে, রেজিউমে বানানোর পদ্ধতি শেখায়।