BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
03 November, 2024
জবাগাছ প্রায় সব বাড়িতেই থাকে। এই গাছে কীভাবে প্রচুর ফুল আনবেন? শিখে নিন...
সূর্যালোক: জবা গাছ প্রচুর রোদে ভালো বেড়ে ও ফুল ফোটে। রোজ কমপক্ষে ৬ ঘণ্টা সরাসরি রোদ পেতে হবে।
মাটি: ঝুরঝুরে, পাতাপচা, ভার্মিকম্পোস্ট, গোবর সার মেশানো মাটি জবা গাছের জন্য ভালো।
জল: নিয়মিত জল দিন, মাটি শুকিয়ে গেলে তবেই। অতিরিক্ত জল দেবেন না, কারণ এতে পোকা এবং রোগের ঝুঁকি বাড়ে।
সার: প্রতি মাসে একবার জৈব সার (যেমন বর্জ্য সার, কম্পোস্ট, খোল) দিন।
ছেঁটে কাটা: নিয়মিত নতুন ডালের ডগা ছেঁটে ফেলুন। এতে গাছ আকারে ছোট, কিন্তু ঘন ঝোপের মতো থাকে। ফলে বেশি ফুল ফোটে।
পোকা-মাকড়: মেটে, থ্রিপস, এফিড ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে। নিয়মিত বাগান পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করুন। সপ্তাহে একদিন গাছ জল দিয়ে ভাল করে স্নান করান।
ধৈর্য: নতুন জবা গাছে ফুল ফোটাতে সময় লাগে। নিয়মিত যত্ন নিলে কয়েক মাসের মধ্যে ফুল আসতে পারে।
গাছ কেনার সময় ফুল দেখে ভাল জাতের গাছ কিনুন। তবেই বড়, সুন্দর ফুল ফুটবে।