BY- Aajtak Bangla
21 FEBRUARY, 2024
আমাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে জবা ফুল।
পুজোয় জবা ফুল লাগে। তাই এই ফুলের চাহিদা রয়েছে।
অনেকে বাড়ির টবেই জবা ফুলের গাছ লাগান।
জবা ফুল আমাদের চুলের জন্যও খুব উপকারী।
অনেকেরই মাথায় টাক পড়ে যায়। চুল পড়ার সমস্যায় ভোগেন।
টাকে চুল গজাতে উপকারী জবা ফুল। কী ভাবে? জানুন...
জবা ফুল, জবা পাতা আর টক দই দিয়ে বানান হেয়ার প্যাক।
একটি পাত্রে ২-৩টি লাল জবা এবং জবার পাতা নিন। সেগুলি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন।
অন্য একটি পাত্রে টক দই ফেটিয়ে নিতে হবে। এরপর গ্রাইন্ডারে জবা ফুল, পাতা, দই দিয়ে মিশ্রণ বানান।
এবার এই মিশ্রণ মাথায় ভাল করে লাগিয়ে ১ ঘণ্টা রেখে ধুয়ে নিন। এতে উপকার পাবেন।