26 NOVEMBER 2024

BY- Aajtak Bangla

একবার দিন এই ফলের খোসা, শীতেও জবা ফুলের গ্রোথ উপচে পড়বে

জবা গাছে প্রচুর ফলন চাইলে বেশি খাটনির দরকার নেই।

শীতে জবা ফুলের ফলন কমে যায়। গাছে ফুল কম আসে।

তবে চিন্তা নেই, চাষের এমন একটা ট্রিক শিখে নিন যাতে ফুলে ফুলে ভরে থাকে গাছ।

জবা গাছে পেঁয়াজের খোসার সার দিন।

কলার খোসার সারও দিতে পারেন জবা গাছে।

জৈব নির্যাস জবার জন্য উপকারী। এই খোসাগুলি রোদে শুকিয়ে তারপর রাখুন।

গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না।

কিছু দিন ছায়ায় রেখে তারপরই রোদে রাখুন জবার চারাগাছ।

সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন।