BY- Aajtak Bangla

কলকাতায় কোথায় রয়েছে 'কাবার গলি'? জেনে নিয়ে ঢুঁ মারুন

9th March, 2025

রমজান মাস শুরু হয়ে গিয়েছে। আর এই সময় শহরের বেশ কিছু জায়গায় মানুষের ভিড় জমে যায়।

তার একটাই কারণ কাবাব খাওয়ার লোভ। শহরের কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে দুর্দান্ত কাবাব পাওয়া যায়।

রকমারি কাবাব খেতে এই দুই জায়গায় ভিড় জমান আট থেকে আশি সকলে। এই দুই জায়গাকে কাবাব গলি বলা হয়।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের নাখোদা মসজিদের গেট, বিপরীত মহম্মদ আলি পার্ক, রয়েছে জাকারিয়া স্ট্রীট।

এখানে রমজানের সময় গেলে কাবাব প্রেমীদের দেখতে পারবেন। দিল্লি সিক্স ও তাসকিনের মতো স্টলে রকমারি কাবাব বিক্রি হচ্ছে।

জাকারিয়া স্ট্রিটে গেলে চিকেন, মাটনের হরেক ধরনের কাবাব তো পাবেনই। সঙ্গে পরোটা ও হালুয়া এবং শরবৎ খেতে ভুলবেন না।

এখানকার কাবাব দেখলে লোভ সামলানো খুবই মুশকিল।

এখানে আদমের কাবাব দোকানে পাবে বটি ও সুতলি কাবাব। দিলশাদের কাবাব দোকানে পাবেন খিরি এবং দই কাবাব।

এছাড়াও জাকারিয়া স্ট্রীটে পাবেন অসাধারণ হালিম।