15 September, 2024

BY- Aajtak Bangla

কোনটা ঘরচিতি আর কোনটা বিষধর কালচিতি? কীভাবে বুঝবেন জানুন

কালাচ এবং ঘরচিতি দেখতে প্রায় একই রকম হলেও এদের মধ্যে পার্থক্য আছে।

ঘরচিতির রং খয়েরী বা ধূসর, আর কালাচের রং কুচকুচে কালো বা গাঢ় নীল।

 ঘরচিতির শরীরে একক সাদা বা হলুদ দাগ থাকে, যা আংটির মতো দেখতে।

কালাচের শরীরে জোড়ায় জোড়ায় সাদা ব্যান্ড থাকে, যা লেজ পর্যন্ত স্পষ্ট।

ঘরচিতির দাগ ঘাড় থেকে শুরু হয়ে পরে আবছা হয়ে যায়।

কালাচের দাগ পিঠ থেকে শুরু হয়ে লেজ পর্যন্ত স্পষ্ট থাকে।

ঘরচিতির মাথা চ্যাপ্টা, কিন্তু কালাচের মাথা লম্বাটে।

কালাচ প্রচণ্ড বিষধর, আর ঘরচিতি নির্বিষ সাপ।

বর্ষায় মেঝেতে শোওয়া বিপজ্জনক হতে পারে, বিশেষত গ্রামাঞ্চলে, তাই মশারি ব্যবহার করা উচিত।