BY- Aajtak Bangla

 গরমের সব ঝড়ই কি কালবৈশাখী? কেন এরকম নাম?

20 MAY 2025

তীব্র গরমে তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। সকলেই অপেক্ষা করছেন, স্বস্তির ঝড়- বৃষ্টির।

গরম মানেই একটা শব্দ খুব শোনা যায়, তা হল কালবৈশাখী। আসলে কী এই কালবৈশাখী জানেন? 

কালবৈশাখী হল এপ্রিল-মে মাসে ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি শক্তিশালী ঝড়ের নাম। 

মূলত গ্রীষ্মকালে, প্রায়শই বিকালের দিকে, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস নিয়ে আসে।

কালবৈশাখীতে সাধারণত উত্তর দিক থেকে এই ঝড় আসে, তাই একে 'নরওয়েস্টার'ও বলা হয়। 

এর প্রভাবে স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস, এবং শিলাবৃষ্টিও হতে পারে। 

 'কাল' মানে ভয়ংকর বা অন্ধকারময়, যা এই ঝড়ের তীব্রতা ও ধ্বংসাত্মক প্রকৃতিকে নির্দেশ করে। 'বৈশাখী' শব্দটি এসেছে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ থেকে। 

 কালবৈশাখী শুধুমাত্র মার্চ থেকে জুন মাস পর্যন্ত বা মৌসুমী বায়ু দেশের উপর আসার আগে পর্যন্ত হয়।

কালবৈশাখী ঝড়ের সময় প্রচুর বজ্রপাত হতে দেখা যায়। যার ফলে প্রতি বছর বহু প্রাণহানি ঘটে।