14 April, 2025
BY- Aajtak Bangla
v
কলকাতার দীর্ঘতম স্কাইওয়াকের উদ্বোধন হতে চলেছে কালীঘাটে। আজ সেই স্কাইওয়াকের উদ্বোধন করা হচ্ছে। আর পয়লা বৈশাখের দিন কালীঘাট মন্দিরে পৌঁছাবেন কোনখান দিয়ে?
দীর্ঘদিন ধরে যে দিনটার অপেক্ষা করছেন কালীঘাটের মানুষ, চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে।
কালীঘাট স্কাইওয়াকের দৈর্ঘ্য ৪৪০ মিটার। যা কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক।
কালীঘাট মন্দির থেকে স্কাইওয়াকের দুটি প্রান্ত নেমে গিয়েছে। একটি গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে।
অপর প্রান্তটি কালীঘাট থানার পাশের রাস্তা দিয়ে গিয়ে নেমে গিয়েছে গুরুপদ হালদার রোডের দিকে।
সূত্রের খবর, প্রাথমিকভাবে কালীঘাট স্কাইওয়াক সংক্রান্ত কাজের জন্য ৮০ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হয়েছিল। শেষপর্যন্ত ১০০ কোটি টাকার মতো খরচ করা হয়েছে।
সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ২০১৮ সালের নভেম্বর।
স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। তা মুখ্যমন্ত্রীর সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। এবার পালা উদ্বোধনের।
এদিকে, কালীঘাট মন্দিরের মাথায় বসানো হয়েছে তিনটি সোনার চূড়া। নিখাদ ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি তিন তিনটে সোনার চূড়া।