13 May 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
২-৩দিনের ছুটিতে পাহাড়ে বেড়াতে যেতে চান? সেক্ষেত্রে ইচ্ছেগাঁও দুর্দান্ত অপশন হতে পারে।
কালিম্পঙ জেলার সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে এটি অন্যতম। বর্ষা বাদে সারাবছরই যেতে পারেন।
খরচও পকেটসই। হোমস্টেতে থাকবেন। থাকা-খাওয়া মিলিয়ে দিনে মাথাপিছু ১০০০-১,২০০ টাকা খরচ।
পাহাড়ের মানুষের আতিথেয়তা কারও অজানা নয়। ২-৩ দিনের জন্য গেলেও মনে হবে আপনি নিজের পরিবারের সঙ্গেই আছেন।
ইচ্ছেগাঁও থেকে ভোরে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা দেখা যায়। ভোরের সূর্যের আলোয় জ্বলজ্বল করে।
হোমস্টে থেকেই গাড়ি বুক করে কাছাকাছি লাভা, চাঙ্গি ফলস ঘুরে আসতে পারেন। সকালে সবজি-পুরি খেয়ে বেরিয়ে পড়বেন।
মাঝ রাস্তায় গাড়ি থামাবেন। পাহাড় দেখতে দেখতে মোমো, চাউমিন, ঝোল-ঝোল নুডলস খাওয়ার মজাই আলাদা।
ঘুরে এসে গরম-গরম ভাত, ডাল, পাহাড়ি সবজির তরকারি, ডিম কারি দিয়ে লাঞ্চ।
রাতের ইছেগাঁওয়ের রূপই আলাদা। আকাশ ও দূরের পাহাড় জুড়ে যেন হাজারো টুনি লাইট জ্বলে ওঠে।
হোমস্টেতে বললে বার্বিকিউয়ের ব্যবস্থাও হবে। তার খরচ আলাদা।
পর্যাপ্ত শীতের পোষাক অবশ্যই নিয়ে যাবেন। গুগল বা ফেসবুকে বেড়ানোর গ্রুপ থেকে ইছেগাঁওয়ের হোমস্টের ফোন নম্বর পেয়ে যাবেন। সরাসরি ফোন করবেন। দালালের মাধ্যমে যাবেন না।