March 8, 2024
BY- Aajtak Bangla
আমরা রোগ নিরাময়ের জন্য ওষুধ ছাড়াও ভেষজ উদ্ভিদে সমান ভরসা করি।
প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন ভেষজ উদ্ভিদের গুণাবলী সম্পর্কে সবাই অব্যাহত।
এমনই এক ভেষজ হল কালমেঘ গাছ, এর পাতা খেলে পাবেন দারুন উপকার।
খাদ্যাভাসে বদলের জন্য আমাদের ভুগতে হয় লিভারের সমস্যায়, আর এর থেকে মুক্তি মিলবে কালমেঘ খেয়ে।
জেনে নিন কোন কোন রোগ থেকে রেহাই মিলবে কালমেঘ পাতা খেয়ে।
তীব্র জ্বর থেকে বাঁচতে কালমেঘের পাতা ও ডাল খুব উপকারী।
পেটে কোনও সমস্যা হলে বা কৃমি হলেও কালমেঘ পাতা কাজে লাগে এই ক্ষেত্রে।
আর ডায়াবেটিস কন্ট্রোল করতে আমরা ডাক্তারের দেওয়া ওষুধ খেতে অভ্যস্ত।
কিন্তু ওষুধ না খেয়ে কালমেঘ পাতা খেলেও কন্ট্রোলে থাকে ডায়াবেটিস।
এই পাতা খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল জলের মধ্যে এর ডাল ও পাতা রেখে ফুটিয়ে নিয়ে খাওয়া।