BY- Aajtak Bangla

কপালভাতিতে শরীর ছাড়াও চাঙ্গা থাকে মন!  প্রাণায়ামের আর কী গুণ?  

30 SEPTEMBER, 2024

 সুস্থ জীবনের জন্য যোগব্যায়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় বলা যায়, উন্নত স্বাস্থ্যে ও মনের প্রশান্তির  জন্য যোগব্যায়াম অপরিহার্য।

ব্যস্ততার মাঝেও সকালবেলা নিয়মিত প্রাণায়াম করা খুব উপকারী। ‘প্রাণ’ শব্দের অর্থ বায়ো এনার্জি। আর ‘আয়ম’ মানে নিয়ন্ত্রণ। 

 নিয়মিত প্রাণায়াম অভ্যেস ও চর্চার মাধ্যমে নানা রোগবালাই কাবু করা যায়। কপালভাতি প্রাণায়ম হল শ্বাসের এক ধরনের আসন। 

সঠিক পদ্ধতিতে করতে পারলে এর মাধ্যমে শরীর ও মন সচল হয়। জানুন আর কী কী উপকারিতা আছে। 

 এই আসন খুব তাড়াতাড়ি পেটের মেদ ঝরায় ও হজমের গোলমাল কমায়। 

ডায়াবিটিসের সমস্যা থাকলেও নিয়ন্ত্রণ করে কপালভাতি। এটি শরীরের রক্তচলাচল স্বাভাবিক করে, ফলে মস্তিষ্ক সচল হয়। 

নিয়মিত কপালভাতি করলে মনোসংযোগ ও স্মৃতিশক্তিও উন্নত হয়। 

ত্বক ও চুলের জন্যেও এই প্রাণায়াম দারুণ উপকারী। ত্বকে অকালে ভাঁজ পড়তে দেয় না, চুল পড়ে যাওয়া বা অকাল পক্কতা দূর করে।