22nd December, 2024

BY- Aajtak Bangla

চুল হবে ঘন আর সিল্কি, ক্যাটরিনার শাশুড়ির তৈরি তেল মাখুন রোজ

সুন্দর, ঘন, সিল্কি চুল পেতে কার না মন চায় বলুন তো। বিশেষ করে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চুল দেখলে আপনি পাগল হয়ে যাবেন।

ক্যাটরিনার চুলের যত্ন নেন তাঁর শাশুড়ি অর্থাৎ ভিকি কৌশলের মা।

সম্প্রতি ক্যাটরিনা জানিয়েছেন যে তাঁর শাশুড়ি বীণা কৌশল তাঁর চুলের বিশেষ যত্ন নিয়ে থাকেন।

আর সেই বিশেষ তেলের রেসিপিও দিলেন ক্যাটরিনা। যে তেল মাথায় মেখে তাঁর চুল আরও সুন্দর ও সিল্কি হয়ে গিয়েছে।

এই বিশেষ তেলের জন্য লাগবে নারকেল তেল, মেথি, কালোজিরে, আমলকি, অ্যাভোকাডো, পেঁয়াজ।

এই সব উপকরণ নারকেল তেলের সঙ্গে ভাল করে ফোটাতে হবে।

এবার তেল হয়ে গেলে তা ঠান্ডা করে ছেঁকে কাচের বোতলে রেখে দিন।

এবার এই তেল একটু গরম করে মাথায় ভাল করে মাখুন। এবার একঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন।

সপ্তাহে ২-৩ বার করলেই আপনিও পাবেন ক্যাটরিনার মতো ঘন, সিল্কি চুল।