1 SEPTEMBER,, 2024
BY- Aajtak Bangla
কৌশিকী অমাবস্যা জোরালো ও ভরা অমাবস্যা। এই অমাবস্যায় বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়।
কৌশিকী অমাবস্যা পালন করেন অনেকে। তবে যে কেউ একটি কাজ করলেই ভাগ্যবান হবেন।
এই অমাবস্যার দিন বাড়ির বাইরে বা ঠাকুরঘরে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। যত বেশিক্ষণ প্রদীপ জ্বালানো যাবে তত ভালো।
প্রদীপ জ্বালালে দেবী প্রসন্ন হবেন। আপনার অর্থভাগ্য খুলে যাবে। কাজে বাধা দূর হবে।
কৌশিকী অমাবস্যার দিন নিরামিষ খাওয়া ভালো। এদিন আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
ভুলেও অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না। পুজোর জন্য যদি তুলসী পাতা প্রয়োজন হয় তাহলে বাজার থেকে কিনে নিন।
এই বিশেষ দিনে কখনও অন্যকে খারাপ কথা বলবেন না। অন্যকে খারাপ কথা বললে তার প্রভাব নিজের জীবনে পড়তে পারে।
বাড়িতে নোংরা আবর্জনা রাখবেন না। তাতে আপনার অমঙ্গল হতে পারে। চেষ্টা করুন ঘর দুয়োর পরিষ্কার রাখার।
বাড়িতে যদি নোংরা বা ভাঙা কোনও জিনিস থাকে তবে তা সরিয়ে ফেলুন। যেমন নোংরা পুরোনো বাসন, অকেজো ঘড়ি ইত্যাদি।