29 December, 2024

BY- Aajtak Bangla

নববর্ষে মরা ভাগ্য জাগান, ঘুমোনোর ঠিক আগে করুন এলাচের এই তন্ত্র টোটকা

আপনার ভাগ্য ভালো যাচ্ছে না? যে কাজই করছেন, অসফল হচ্ছেন? একবার এই টোটকা ব্যবহার করেই দেখুন। 

তেমন কিছুই না। রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রাখুন ২ টো এলাচ। বালিশের কাপড়েও বেঁধে রাখতে পারেন। 

বাস্তুমতে এলাচ বালিশের নিচে রাখা খুব ভালো। ভাগ্য ঘুরে যায়। জ্যোতিষীরাও বালিশের নিচে এলাচ রাখার পরামর্শ দিয়ে থাকেন। 

বাস্তুশাস্ত্র মতে, রাতে ঘুমোনোর সময়ও পজেটিভ এনার্জি দরকার হয়। আর তা দেয় এলাচ। মাথার নিচে রাখলে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে না।

সকালে ঘুম থেকে উঠে একদম ফুরফুরে মেজাজে থাকবেন তাই শুধু নয়, দেখবেন অনেক বাধা কেটে গেছে। 

বিশেষ করে আপনি যদি অর্থেকষ্টে ভোগেন তাহলে এলাচ রাখা খুব কাজে দেয়। এলাচ অর্থকষ্ট দূর করে।

আবার ব্যবসা ও চাকরির ক্ষেত্রে যদি আপনার খারাপ সময় চলে তাহলেও এলাচের এই টোটকা কাজের। 

বাস্তুমতে, তুলসী পাতা মাথায় রেখে ঘুমালে সৌভাগ্য আসে। ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। 

ঘুমোনোর সময় মাথায় তুলসী পাতা রাখলে জীবনে শুভ সময় আসে।