5 July, 2025

BY- Aajtak Bangla

পরিশ্রম করেও হাতে টাকা নেই? ঘরে এই জিনিস রাখলেই ধনবর্ষা

অনেক পরিশ্রম করলেও ফল মেলে না। জ্যোতিষ টোটকায় ফিরতে পারে ভাগ্য।

সৌভাগ্য নেই

জ্যোতিষশাস্ত্রে রয়েছে বিবিধ প্রতিকার। এই প্রতিকারগুলি যে কোনও ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে। 

জ্যোতিষ প্রতিকার

 রূপো বা ধাতব মুদ্রাই বদলে দিতে পারে ব্যক্তির ভাগ্য। কীভাবে এই টোটকা ব্যবহার করবেন, জেনে নিন।

মুদ্রায় ভাগ্যবদল

জ্যোতিষীদের মতে, ৬টি রুপো বা ধাতব মুদ্রা নিন। ৬ নম্বরের অধিপতি দেবগুরু বৃহস্পতি।

৬টি মুদ্রা

একটি ব্যাগে এই ৬টি মুদ্রা এবং ধান রাখুন।

মুদ্রা ও ধান

এই ব্যাগে রং সোনালি, রুপোলি, লাল, হলুদ বা নীল হওয়া উচিত।

কোন রং?

আলমারি বা টাকার জায়গায় রাখুন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। 

কোথায় রাখবেন?

রুপো বা ধাতব মুদ্রা অর্থ চুম্বকের মতো টেনে নিন। সৌভাগ্য আসে ঘরে।

অর্থ-চুম্বক

একাদশী, দীপাবলি, ধনতেরাস বা অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ দিনে এই টোটকা শুরু করুন। ফল পাবেন হাতেনাতে।

বিশেষ দিন