5 July, 2025
BY- Aajtak Bangla
অনেক পরিশ্রম করলেও ফল মেলে না। জ্যোতিষ টোটকায় ফিরতে পারে ভাগ্য।
জ্যোতিষশাস্ত্রে রয়েছে বিবিধ প্রতিকার। এই প্রতিকারগুলি যে কোনও ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে।
রূপো বা ধাতব মুদ্রাই বদলে দিতে পারে ব্যক্তির ভাগ্য। কীভাবে এই টোটকা ব্যবহার করবেন, জেনে নিন।
জ্যোতিষীদের মতে, ৬টি রুপো বা ধাতব মুদ্রা নিন। ৬ নম্বরের অধিপতি দেবগুরু বৃহস্পতি।
একটি ব্যাগে এই ৬টি মুদ্রা এবং ধান রাখুন।
এই ব্যাগে রং সোনালি, রুপোলি, লাল, হলুদ বা নীল হওয়া উচিত।
আলমারি বা টাকার জায়গায় রাখুন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে।
রুপো বা ধাতব মুদ্রা অর্থ চুম্বকের মতো টেনে নিন। সৌভাগ্য আসে ঘরে।
একাদশী, দীপাবলি, ধনতেরাস বা অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ দিনে এই টোটকা শুরু করুন। ফল পাবেন হাতেনাতে।