BY- Aajtak Bangla

এই পাখির মূর্তি ঘরে রাখলেই সুখের সংসার, মা লক্ষ্মীর কৃপায় আয় বাড়বে কয়েক গুণ

15 January 2025

কিছু পাখি স্বয়ং মা লক্ষ্মীর রূপ। ওই সব পাখি ঘরে আসা খুবই শুভ বলে মনে করা হয়।

আবার বাস্তু মতে, কিছু পাখির মূর্তি ঘরে রাখলে সংসার সুখের হয়।

তেমনই একটি পাখি হল পেঁচা। আর পেঁচা হল মা লক্ষ্মীর বাহন।

বাস্তু মতে, ঘরে পেঁচার মূর্তি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

বাস্তুবিদদের মতে, ঘরের উত্তর-পশ্চিম দিকে পেঁচার মূর্তি রাখা শুভ। এতে ইতিবাচক শক্তি আসে। . .

ঘরে পেঁচার মূর্তি রাখলে অশুভ নজর থেকে সংসার রক্ষা পায়। . .

ব্রোঞ্জের পেঁচার মূর্তি রাখা সবচেয়ে শুভ। সংসার সুখের হয় এতে।   . .

ঘরে জোড়া পেঁচার মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধি আসে।