BY- Aajtak Bangla

পাঁই পাঁই করে পালাবে আরশোলা, শুধু রেখে দিন রান্নার এই মশলা, আর ঘরে ঢুকবে না

4 Feb  2025

ঘরে আরশোলার উৎপাত হলে সব তছনথ করে দেয়। অনেকেই তাই হিমশিম খান।

আরশোলা ঘরে থাকলে নানা রকম সংক্রমণ হতে পারে।

তাই ঘর থেকে আরশোলা তাড়াতে অনেকে বাজারের বিভিন্ন স্প্রে কেনেন।

কিন্তু বাজারের ওসব স্প্রে খুব একটা কাজে দেয় না। তাছাড়া খরচ সাপেক্ষ।

রে রান্নার এই মশলা রেখে দিলে আরশোলা পালাবে। আর কখনও ঘরে ঢুকবে না। . .

বিশেষজ্ঞদের মতে, তেজপাতা আরশোলার যম। . .

ঘরের আনাচে কানাচে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশোলা পালাবে।

কারণ, তেজপাতার গন্ধ আরশোলা একদম সহ্য করতে পারে না।