BY- Aajtak Bangla
14 October 2024
ঘরে লাল পিঁপড়ের উৎপাত থাকেই। দেওয়ালে বা ঘরের কোণে লাল পিঁপড়ে থাকে।
লাল পিঁপড়ে ঘরে থাকলেই বিপত্তি। লাল পিঁপড়ে কামড়ায়। তাছাড়া পিঁপড়ে থাকলে ঘরের খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
লাল পিঁপড়ে তাড়ানোর জন্য অনেকে বাজারের নানা স্প্রে ব্যবহার করেন। তবে পুরোপুরি লাল পিঁপড়ের বংশ ধ্বংস হয় না।
পিঁপড়ে যাতে ঘরে না আসে, তার জন্য কিছু টোটকা রয়েছে।
ঘরে এই মশলা রেখে দিলেই লাল পিঁপড়ের বংশ ধ্বংস হবে।
ঘরে লাল লঙ্কা রেখে দিলে লাল পিঁপড়ে পালাবে।
এছাড়া ঘরে দারুচিনি রেখে দিলে লাল পিঁপড়ের উৎপাত কমবে।
লেবুর খোসা ঘরে রাখলেও লাল পিঁপড়ে পালাবে।