BY- Aajtak Bangla
26 September 2024
ঘরে ইঁদুরের উৎপাত শুরু হলে সবকিছু শেষ হয়ে যায় সব জিনিস কেটে ফেলে ইঁদুর।
অনেকের বাড়িতেই ইঁদুর রয়েছে। তার জেরে বিপাকে পড়তে হয়।
ঘর থেকে ইঁদুর তাড়াতে বাজারে নানা রকমের জিনিস ব্যবহার করেন অনেকে। তবে তাতে সবসময় যে কাজ হয়, তা বলা যায় না।
কিন্তু ঘরোয়া দুই মশলা ঘরে রাখলেই ইঁদুর পালাবে। ত্রিসীমানায় ঘেঁষবে না।
ইঁদুর তাড়াতে লবঙ্গ খুবই কার্যকরী। লবঙ্গের গন্ধ ইঁদুর একদম সহ্য করতে পারে না। .
একটি কাপড়ে লবঙ্গ নিয়ে বেঁধে ঘরের কোণায় রেখে দিন। ঘর থেকে পালাবে ইঁদুর। . .
লবঙ্গের মতো রসুনের গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না। . .
জলে রসুন ভিজিয়ে রাখুন। তারপরে ঘরের কোণায় কোণায় ওই জল স্প্রে করুন। এতে ইঁদুরের উৎপাত কমবে।