BY- Aajtak Bangla
29 APRIL, 2025
রান্নায় যেসব মশলা লাগে, তার মধ্যে অন্যতম হল লবঙ্গ। রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায়।
জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের কিছু টোটকা যে কারও ভাগ্য বদলে দিতে পারে।
পূর্ণিমা ও অমাবস্যার দিন ২১টি লবঙ্গ ও কর্পূর জ্বালালে অর্থলাভ হয়।
জ্যোতিষ মতে, শনিবার কাউকে লবঙ্গ দিলে অশুভ প্রভাব থেকে রেহাই পাওয়া যায়।
প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে ২টো লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন, তারপরে সর্ষের তেল দিয়ে জ্বালান। এতে শুভফল পাবেন।
মহাদেবকে লবঙ্গ অর্পণ করে শুভ ফল পাওয়া যায়।
চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে ১-২টো লবঙ্গ রেখে দিন। জিভের ডগায় লবঙ্গ রাখতে হবে। এতে সাফল্য আসে।।
কোনও কাজে বাইরে বেরোনোর আগে পকেটে লবঙ্গ রেখে দিলে সাফল্য পাবেন।