BY- Aajtak Bangla

বন্ধু সেজে পিছন থেকে ছুরি মারে, এদের থেকে দূরে থাকতে বলছেন চাণক্য 

8 JANUARY, 2025

আচার্য চাণক্য তাঁর অর্থশাস্ত্রে জীবনে সফল হওয়ার একাধিক উপদেশ দিয়ে গিয়েছেন।

চাণক্যর এই নীতি মেনে চললে জীবনে অবশ্যই সফল হবেন। 

চাণক্য বলেছেন কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে।

কারণ এরা পিছন থেকে এসে ছুরি মারতে ওস্তাদ। জেনে নিন তাহলে সেই ৩ ধরনের মানুষ কারা।

যে সব মানুষ আপনাকে মিথ্যে কথা বলে তাদের থেকে দূরে থাকুন। কারণ যে কোনও সময়ে এরা আপনাকে মিথ্যে বলে ফাঁসিয়ে দিতে পারেন।

যে সব ব্যক্তিরা আপনাকে শুধু ব্যবহার করে তাদের থেকেও দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চাণক্য়।

এই ধরনের মানুষ আপনাকে শুধু ব্যবহার করে চলে যাবে। আপনার খারাপ সময়ে পাশে দাঁড়াবে না।

অনেকেই আছে যারা আপনাকে অপদস্থ করতে সবসময়ই প্রস্তত। আপনাকে অপদস্থ করার কোনও সুযোগ ছাড়বে না।

তাই চাণক্য বলছেন এই মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য।