23 June, 2024

BY- Aajtak Bangla

বাড়ির এই জায়গাগুলিতে ডাস্টবিন রাখছেন বলেই আয় বাড়ছে না

পরিষ্কার ও পরিচ্ছন্ন ঘর পছন্দ করেন লক্ষ্মী। কিন্তু ঘরের বিন ভুল জায়গায় রাখলে সর্বনাশ।

সঠিকভাবে ডাস্টবিন না রাখলে আর্থিক সংকটে পড়তে হয়। তাই ডাস্টবিন রাখার সময় খেয়াল রাখতে হবে।

ডাস্টবিনের সঠিক জায়গা কোন দিক, সেটা জেনে নিলে বাড়িতে সংকট আসবে না।

উত্তর-পূর্ব দিক- এই দিকে সর্বাধিক ইতিবাচক শক্তি উৎপন্ন হয়। ডাস্টবিন এ দিকে রাখলে নেতিবাচক শক্তি এতটাই বেড়ে যায় যে বাড়ির লোকজনের মধ্যে অহেতুক হতাশা ছড়িয়ে পড়ে।

উত্তর-পূর্ব দিকে ডাস্টবিন রাখলে চাকরি ও ব্যবসায় লাভ হয় না। গোল্লায় যায় সব।

দক্ষিণ-পূর্ব দিক- এই দিকে ডাস্টবিন রাখলে কখনও সঞ্চয় হয় না। টাকা খরচ বেশি হয়। ঋণের বোঝা বাড়ে।

পূর্ব দিক- এই দিকটি সূর্যের। ডাস্টবিন রাখা একদমই উচিত নয়। এই কারণে বাড়ির লোকজনের মধ্যে ঝামেলা হতে পারে। কাজে আসে বাধা।

কেউ কেউ ঘরের বাইরে ডাস্টবিন রাখেন কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। সবার আগে কেউ আপনার বাড়িতে এলে তাঁর চোখ পড়বে ডাস্টবিনের দিকে।

ডাস্টবিন শুধু ঘরের ভেতরেই রাখতে হবে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক এবং উত্তর-পশ্চিম দিক সঠিক দিক। লক্ষ্মীর কৃপা মেলে।

ডাস্টবিনে যেন আবর্জনা উপচে না পড়ে। এটাও অশুভ। বাড়িতে শান্তি থাকে না।