BY- Aajtak Bangla
20 June 2024
রান্নাঘরে যেসব মশলা লাগে, তার মধ্যে অন্যতম হল লবঙ্গ। রান্নায় লবঙ্গ দিলে স্বাদই আলাদা হয়।
লবঙ্গের অনেক গুণ রয়েছে। দাঁতের সমস্যা এবং মুখে দুর্গন্ধ দূর করতে লবঙ্গ খুবই কার্যকরী।
আবার, লবঙ্গ যে কারও ভাগ্য বদলে দিতে পারে। জ্যোতিষ মতে, লবঙ্গ খুবই শুভ।
জ্যোতিষ মতে, সবসময় লবঙ্গ রাখলে সাফল্য আসবে। ।
মানিব্যাগে ৯টি লবঙ্গ রেখে দিলে আর্থিক পরিস্থিতি সবসময় ভাল থাকবে। . .
ভগবান শিবকে লবঙ্গ অর্পণ করলে সব সমস্যার সমাধান হয়। . .
শনিবার ঘরে কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালালে অশান্তি দূর হয়। সুখ আসে ঘরে। . .
পানের মধ্যে ২টি লবঙ্গ, ১টি এলাচ, সুপারি নিয়ে গণেশের মূর্তির সামনে রাখলে অর্থলাভ হয়।
চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে বা কোনও শুভ কাজে যাওয়ার আগে মুখে ২টি লবঙ্গ রাখলে সাফল্য আসে।