BY- Aajtak Bangla

ঘরের এদিকে আয়না রাখলেই ধনদৌলত উপচে পড়বে, তুষ্ট হন কুবের

29 January 2025

মুখ দেখার জন্য আমাদের প্রায় সকলের ঘরেই আয়না থাকে। 

 অনেকে আজকাল ঘরের দেওয়ালে আয়না রাখেন।

বাস্তুশাস্ত্র মতে, আয়না ঘরে রাখা খুবই শুভ। সংসারে সুখ-শান্তি আনে আয়না।

তবে ঘরের কোন দিকে আয়না রাখা বাস্তু মতে শুভ, তা অনেকেই জানেন না।

বাস্তু মতে, কখনওই ২টো আয়নাকে মুখোমুখি রাখবেন না। এতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।  . .

বেডরুমে আয়না থাকলে তা যেন কাপড় দিয়ে ঢাকা থাকে। . .

বাস্তু মতে, বর্গাকার বা আয়তাকার আয়না ঘরে রাখাই সবচেয়ে শুভ।

বাস্তু মতে, ঘরের উত্তর-পূর্ব দিকে আয়না রাখা সবচেয়ে পবিত্র। কারণ এই দিকেই বাস করেন দেবতা কুবের। তাই এদিকে আয়না রাখলে ধনসম্পদ উপচে পড়ে।