BY- Aajtak Bangla

এই ফুল রেখে দিন শুধু, পাঁই পাঁই করে পালাবে মশা, ঘরে ঢুকবে না আর 

8 October 2024

বর্ষা আসছে। এই সময় মশা-মাছির উপদ্রব ঘরে লেগেই থাকে। বিশেষ করে, মাছির জ্বালায় নাজেহাল হতে হয়।

আবার মশা মানেই বিপদ। মশা কামড়ালে নানা রোগের শিকার হতে হয়।

 তাই ঘর থেকে মশা-মাছি তাড়াতে আমরা বিভিন্ন স্প্রে, কয়েল ব্যবহার করি। তবে তা খরচসাপেক্ষ।

কিন্তু এত কিছু করার দরকার পড়বে না। ঘরে শুরু রাখতে হবে মোগরা ফুল।

ঘরে মোগরা ফুল রেখে দিলেই মশা-মাছি পালাবে। কারণ এই ফুলের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না মশা-মাছি। . .

শুধু তাই নয়, এই ফুল ঘরে রেখে দিলে পোকামাকড়ের উপদ্রবও কমে। . .

তাছাড়া মোগরা ফুল সেবন করলে ডায়াবেটিসের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

এই ফুল মুখে লাগালে বলিরেখা দূর হয়। ত্বকে দাগছোপ নিমেষে উধাও হয়ে যায়।