BY- Aajtak Bangla

মশা বোঁ বোঁ করে পালাবে, এই ফুল শুধু রেখে দিন, আর ঢুকবে না ঘরে

5 FEB 2025

শীত শেষ হতে না হতেই মশার উপদ্রব বাড়ছে।

মশার উৎপাত বাড়লেই বিপদ। মশা কামড়ালেই নানা রোগ হতে পারে।

ঘর থেকে মশা তাড়াতে অনেকে নানা রকমের স্প্রে, কয়েল ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।

ঘরে এই ফুল রেখে দিলেই ভয়ে পালাবে মশা। আর ঘরে ঢুকবে না।

ঘরে রেখে দিন মোগরা ফুল। এই ফুলের গন্ধ একদম সহ্য করতে পারে না মশা। . .

 ঘরের দরজা, জানলায় মোগরা ফুল রাখলে ঘরে মশা ঢোকে না। . .

মোগরা ফুল ঘরে রাখলে মশার পাশাপাশি, মাছির উপদ্রবও কমে।

ঘরে মোগরা ফুল রেখে দিলে সেখানে মশা ত্রিসীমানায় ঘেঁষে  না।