BY- Aajtak Bangla
1 August 2024
সাপকে কে না ভয় পান বলুন! সাপ মানেই আতঙ্ক।
বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। সাপ কামড়ালে বড় বিপদ।
বর্ষায় অনেক সময়ই ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে।
তাই এই সময় ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হয়। সাপ তাড়াতে অনেকেই কার্বলিক অ্যাসিড ছড়ান।
তবে এত কিছু করতে হবে না। এই গাছের পাতা রাখলেই পালাবে সাপ।
বিশেষজ্ঞদের মতে, নিম পাতা খুব উপকারী। সাপের যম এই পাতা।
নিম পাতার গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। ।
তাই ঘরের দরজা, জানলায় নিম পাতা রেখে দিন। তাহলে আর সাপ ঢুকবে না। ।
ঘরের সামনে নিম গাছ থাকলেও সাপের উপদ্রব কমবে। ।