বালিশের নীচে রাখুন এক কোয়া রসুন, নিজেকে চিনতে পারবেন না

20 MARCH 2025

BY- Aajtak Bangla

রসুন একশো রোগ প্রতিরোধ করে। এটি নিয়ম করে খেলে ওষুধের প্রয়োজন পড়ে না। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক।

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে রক্ত শুদ্ধ হয়। ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, হুপিং কাশি প্রতিরোধ করে।

এক কোয়া রসুন

তবে শুধু খেলেই নয়, বালিশের তলায় এক কোয়া রসুন রেখে ঘুমান। কিছুদিন পর নিজেকে চিনতে পারবে না।

বালিশের তলায়

যাদের রাতে ঘুম আসে না, তারা বালিশের নীচে রসুন নিয়ে ঘুমোন। ঝটপট ঘুম আসবে।

ঝটপট ঘুম আসবে

আসলে রসুনে অ্যালিসিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে। ঘুমের সময়ে তারই গন্ধ নাকে গিয়ে জীবাণু দূর করে। গন্ধ নাকে গেলে বন্ধ নাক খোলে। তাই ঘুম গাঢ় হয়।

অ্যান্টিবায়োটিক থাকে

রসুনে ভিটামিন বি১ এবং বি৬ থাকে। তাই মেলাটোনিন হরমোনের ক্ষরণ বেশি হয়, যা স্নায়ু শান্ত করে, ঘুম গাঢ় হয়।

মেলাটোনিন হরমোন

এমনকি বাতের ব্যথায় ভাল ফল পাওয়া যায়।

বাতের ব্যথায় ভাল ফল

হতাশা দূর করে, নেগেটিভ এনার্জি দূর করে জীবন বদলে দেয়। মনে আনন্দ থাকে।

নেগেটিভ এনার্জি