BY- Aajtak Bangla
21 APRIL, 2025
মানিব্যাগে অনেক সময়ই আমরা খুচরো পয়সা হিসাবে ১ টাকার কয়েন রাখি।
জানেন কি, ১ টাকার কয়েন আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। রইল টোটকা...
এক মুঠো চালের মধ্যে ১ টাকার কয়েন রেখে মন্দিরে গিয়ে পুজো করুন। তারপরে মন্দিরে কোনও কোণের দিকে গিয়ে চাল ও কয়েন রেখে দিন। অতে সাফল্য আসে জীবনে।
প্রতি শুক্রবার লক্ষ্মী-গণেশের পুজোয় তামার কলসের মধ্যে ১ টাকার কয়েন রেখে দিলে অভাব মিটে যায় সংসারে।
পকেটে ১ টাকার কয়েন রেখে দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
১ টাকার কয়েন পকেটে রেখে দিলে সব কাজে সাফল্য আসে।
বাড়ির মূল দরজার সামনে ঘিয়ের চতুর্মুখী প্রদীপ জ্বালান। প্রতিটি মুখে ১ টাকার কয়েন রাখুন।
এতে সংসারে সুখ-শান্তি আসে। ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। ।