8 March 2026
BY- Aajtak Bangla
এক টাকার কয়েন। আর তাই ঘুরিয়ে দেবে আপনার ভাগ্যের চাকা। সাফল্য নিশ্চিত।
যে বালিশে মাথা দিয়ে ঘুমোন সেই বালিশের তলায় রেখে দিন এক টাকার কয়েন।
মাথার নিচে কোনও ধাতু বা কাঠ রেখে ঘুমোলে উন্নতি হয়। তাই ভাগ্য ফেরাতে মাথায় রাখুন এক টাকার কয়েন।
যখন ঘুমোতে যাবেন তখন হাত পা ধুয়ে এক টাকার একটা কয়েন নিয়ে বালিশের তলায় রাখুন।
সকাল থেকে দিনভর সেই এক টাকার কয়েন রেখে দিন বালিশের তলায়।
পরদিন যখন ঘুমোতে যাবেন তখন সেই কয়েন একবার জলে ধুয়ে নিয়ে রাখুন বালিশের তলায়।
এভাবে টানা তিনদিন বালিশের তলায় রাখতে হবে এক টাকার কয়েন। তাহলেই হবে।
শুধু এক টাকার কয়েন কেন, চন্দনের কাঠ বা লোহার পেরেকও রাখতে পারেন বালিশের তলায়।