21 July, 2024

BY- Aajtak Bangla

আর্থিক সমস্যা দূর হবে, লক্ষ্মীলাভ চাইলে ঘরের এই দিকে রাখুন ময়ুর পালক

বাড়িতে ময়ূরের পালক  রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এটা রাখলে নেতিবাচক শক্তি দূর হয়।

লক্ষ্মীর সঙ্গে যোগ রয়েছে ময়ূরের পালকের। তাই ময়ূরের পালক ঘরে রাখা শুভ। কিন্তু রাখবেন কোন দিকে? 

ঘরে রাখলে ধন-সম্পদের অভাব হয় না। উন্নতির পথও খুলে যায়। কিন্তু জানেন কি বাড়ির কোন কোণে ময়ূরের পালক রাখা সবচেয়ে শুভ। 

উত্তর-পশ্চিম দিকে  ময়ূরের পালক লাগানো  ঠিক নয়। তবে যদি কারও জন্মকোষ্ঠীতে রাহুর দোষ  থাকে তবে এই দিকটি তাঁদের জন্য শুভ বলে মনে করা হয়। 

দক্ষিণ দিকেও ময়ূরের পালক রাখা ঠিক নয়। এই দিকটিও অপয়া। জীবনে উন্নতি হবে না। 

বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ। এতে ঘরের আয় বাড়ে।

উত্তর-পূর্ব দিকেও রাখতে পারেন ময়ূর পালক। এই দিকে ময়ূরের পালক রাখলে অঢেল সম্পদ মেলে।

বাস্তুশাস্ত্র অনুসারে, শিক্ষা অর্জনে ময়ূরের পালকের বড় ভূমিকা রয়েছে। এ জন্য পড়ুয়াদের তাঁদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখার পরামর্শ  দেওয়া হয়।

বসার ঘরের পূর্ব দেয়ালে  ময়ূরের পালক রাখলে  বাড়িতে কোনও বিবাদ  থাকে না।

বাড়ির শোওয়ার ঘরে  ময়ূরের পালক রাখলে  বিবাহিত জীবনে শান্তি  বজায় থাকে। সেই সঙ্গে  হয় সুখের আগমন।