BY- Aajtak Bangla

বাড়ির এখানে রাখুন ময়ূরের পালক, ভাগ্য চকচক করবে

2 March 2025

ময়ূরের পালক মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনে। বাড়িতে ময়ূরের পালক রাখলে জীবনে অর্থের অভাব হয় না।

ময়ূরের পালক সুখ ও সমৃদ্ধির প্রতীক। বাড়ির কোথায় কোথায় ময়ূরের পালক রাখা শুভ জানেন? 

বাড়ির প্রধান দরজার উপরে ময়ূরের পালক রাখা দরকার। তাতে জীবনে উন্নতি হয়।

যদি টাকা পয়সার অভাব থাকে তাহলে পার্সে ময়ূরের পালক রেখে দিন।

আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানেও ময়ূরের পালক রেখে দিন। তাহলে টাকার অভাব হবে না।  . .

যদি টাকা উপার্জন করেও তা সঞ্চিত না হয় তাহলে ময়ূরের পালক খুব কাজে দেয়। . .

ক্যাশবাক্সে ময়ূরের পালক রেখে দিন, সেক্ষেত্রে আপনার উপকার হবে।

কোনও কোনও বাচ্চার লেখাপড়ায় একদম মন বসে না। তারও উপায় আছে। বইয়ের ভিতর ময়ূরের পালক রেখে দিন, লেখাপড়া ভালো করবে আপনার সন্তান।

পারিবারিক অশান্তি রুখতে ময়ূরের পালক খুব উপকারী। বালিশের তলায় ময়ূরের পালক রেখে দিন, তাহলে ভালো হবে।    করবে আপনার সন্তান।