4 July, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় বাড়িতে লাগান শিবের প্রিয় এই গাছ, সব বাধা হবে দূর

শ্রাবণ মাস গাছ বসানোর জন্য উপযুক্ত সময়। এই সময় বাড়িতে লাগান শিবের প্রিয় গাছ।

শিব ও শনির প্রিয় গাছ শমী। এই গাছ বাড়িতে থাকা খুব শুভ। কীভাবে বসাবেন সেটা জেনে নিন

শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, জীবাণুনাশক ওষুধ হিসেবেও শমী গাছ ব্যবহার করা হয়। এর পাতা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণে পরিপূর্ণ।

শমী গাছ ডাল বা বীজ দিয়ে টবে রোপণ করা যেতে পারে।

৫ থেকে ৬ ইঞ্চি লম্বা ও পুরনো শাখা ব্যবহার করতে পারেন। বাজার থেকে কিনতে পারেন বীজ। শমী বীজ ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। বাইরের খোসা ছাড়িয়ে নিন।

এবার পাত্রের মাটিতে বীজ ছড়িয়ে উপরে মাটির স্তর দিন। টবটি রোদে রেখে দিন। মাটি আর্দ্র রাখুন। মাটি যেন একেবারেই শুকিয়ে না যায়।

অঙ্কুর থেকে চারা বেরোলে জল কম দিন। মাটি শুকোলেই খালি জল দিন।

টব চড়া রোদে রাখবেন। সামান্য ছায়ায় যেখানে রোদ আসে এমন জায়গায় রাখুন।

গাছে সার হিসেবে গোবর ও চা পাতা ভেজানো ব্যবহার করতে পারেন। পোকামাকড় থেকে দূরে রাখতে নিমপাতার স্প্রে করতে পারেন।

মাঝে মধ্যে শমী গাছের ডাল ছেঁটে দেবেন। এতে গাছ ভালো বৃদ্ধি পাবে।